ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের ‍উন্নতি

0
52
ফিফা
ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের ‍উন্নতি

সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ফাইনাল খেলতে না পারলেও ১৪ বছর পর সেমিফাইনাল খেলে জামাল ভূঁইয়ারা।

আজ বৃহস্পতিবার ফিফার নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৯২ থেকে ১৮৯তম স্থানে উঠে এসেছে জামাল-মোরসালিনরা।

লেবাননের কাছে ২-০ গোলে হেরে নিজেদের সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়িয়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা নিজদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায়। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের বিপক্ষে দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল।