আজ দুপুরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0
33
হত্যা
আরও তিন হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুইজারল্যান্ড সফর ও সাম্প্রতিক কাতার সফর নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে  ভাষণ দেবেন।

আজ দুপুর ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।

এছাড়া, ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

সূত্র : বাসস।