আজ শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। এটি বাংলাদেশ থেকেও দেখা যাবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত ১১টা ২২ মিনিটে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। রাত ১টা ৩১ মিনিটে শেষ হবে।
এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে।
জানা গেছে, আজকের চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৬ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ১টা ২০ মিনিটে। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই গ্রহণ বাংলাদেশসহ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশের কিছু কিছু অংশ থেকে এটি উপভোগ করা যাবে।
এই বিরল মহাজাগতিক ঘটনাটি আজকের (৫ মে) পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। অর্থাৎ, আজকের গ্রহণ দেখতে না পারলে তেমন ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে ১৯ বছর।