ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকা নিউ সুপার মার্কেটে সংলগ্ন নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনটি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন ফায়ার সার্ভিসের কর্মী ও একজন স্বেচ্ছাসেবী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।