চালু হলো মেট্রোরেলের আরও দুই স্টেশন

0
8
নতুন নিয়মে
নতুন নিয়মে চলবে মেট্রোরেল

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে। আজ সকালে উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

গত ৯ই মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক নতুন ২ স্টেশন মিরপুর-১১ ও কাজীপাড়া ১৫ মার্চ থেকে চালু হবে বলে জানিয়েছিলেন।

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮শে ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।