আজ নামছে কাতার বিশ্বকাপের পর্দা

0
30
আজ নামছে কাতার বিশ্বকাপের পর্দা
আজ নামছে কাতার বিশ্বকাপের পর্দা

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার শিরোপা লড়াইের মধ্যে দিয়ে শেষ হবে ফুটবল বিশ্বকাপ। আজ রাতেই র্নিধারিত হয়ে যাবে কে এবারের সেরা। আজ (রোববার) গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল কাতার বিশ্বকাপের পর্দা নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

ব্রাজিলের ৬২ বিশ্বকাপের মতো ফরাসিদের টানা দ্বিতীয় বিশ্বজয়ের ইতিহাস, নাকি ৮৬’র ম্যারাডোনার পর লিওনেল মেসির হাতেই সেই অধরা শিরোপা। যেটাই হোক ম্যাচের ফল, ম্যাচ শেষে দুই দলের পালকেই যুক্ত হবে গৌরবের ৩ নম্বর তারাটি।

ইতিহাসের গড়ার হাতছানি মেসির সামনে। এই ম্যাচে নামলেই একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলার কীর্তি গড়বেন এই ফুটবল জাদুকর।