
হাতিরঝিল লেকের পানি থেকে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) বেলা বারোটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজ এর নিচে লেকের পানি থেকে তাকে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আশেপাশের লোকজন এর মুখে জানতে পারি নিহত ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়ে পানির মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সে মারা যায়। নিহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিমকে খবর দিয়েছি।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।