গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও মাটলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৭)। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীরা জানান, শ্যালক মোস্তাইনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে দুলাই ভাই খাটিয়াগড় থেকে শশুর বাড়ি মাটলা গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পুলিশ তাদের পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করেছে।