রাজধানীতে ৫ জঙ্গি গ্রেপ্তার

0
51
মিয়ানমার
মিয়ানমারে ১৯ যুবককে আটক রেখে মুক্তিপণ দাবি

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীর ডেমরা থেকে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।