ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মৃত্যু

0
49
ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মৃত্যু
ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মৃত্যু

বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ওই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবে ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।