বিশ্বজুড়ে গত একদিনে কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৩ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জনে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬০ জনের অথচ গত দিন যে সংখ্যা ছিল দু’হাজার ১৫৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন দু’লাখ ৯১ হাজার ৬৪৫ জন। গত দিনে যার পরিমান ছিল পাঁচ লাখ ৫৯ হাজার ২২১ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪২৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৭১৯ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৯১২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৪২২ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৬২৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯১ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৪৮৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬৭৩ জনের।
তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১১২ জনের।
এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৭ লাখ ১৫ হাজার ১৪৯ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৭ জনের।