করোনা ভাইরাসে দেশে গত একদিনে কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৮ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন।গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৭৩৭ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় চার হাজার ৭২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৪.০৭ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।