কিউবায় সমকামী বিয়ের বৈধতা

0
52
কিউবায় সমকামী বিয়ের বৈধতা
কিউবায় সমকামী বিয়ের বৈধতা

কিউবায় সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে গণভোটে রায় দিয়েছে দেশটির জনগণ।

গত রবিবার দেশটির প্রায় দুই তৃতীয়াংশ নাগরিক পারিবারিক আইনের (ফ্যামিলি কোড) সংষ্কারে অনুমোদন দিয়েছে।

১০০ পাতার ‘ফ্যামিলি কোড’ বিলের উপর আয়োজিত গণভোটে প্রায় ৫০ লক্ষ ৮৫ হাজার কিউবান ভোট দেন। তারমধ্যে বিলের স্বপক্ষে, মানে সমলিঙ্গ বিয়ে, সারোগেসির অধিকার ইত্যাদির পক্ষ ভোট দেন ৩৯ লক্ষ মানুষ (৬৬.৯ শতাংশ)। আর বিপক্ষে ভোট দেন ১৯ লক্ষ ৫০ হাজার মানুষ (৩৩ শতাংশ)।

এই নতুন আইন পাশ হয়ে যাওয়ার ফলে কিউবার সমকামীরা যেমন বিয়ে করতে পারবেন, তেমনই বিনা ঝঞ্ঝাটে সন্তান দত্তক নিতে পারবেন। সেক্ষেত্রে পরিবারে সমলিঙ্গ দম্পতিদের সমান অংশিদার থাকবে। তবে সারোগেসি আইনসিদ্ধ হলেও তার জন্য বেশকিছু নিয়ম মানতে হবে।

সূত্র: রয়টার্স