আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

0
112
আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার
আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বিসিবি পরিচালক ও বাংলাদেশে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোছা. সাহিদা (২৫)। রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৮ আগস্ট) রাতে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, রাত ১১টার দিকে আকরাম খানের মহাখালীর বাসা পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ আকরাম খানের বাসার পেছনের রাস্তা থেকে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার মধ্যে পড়েছিল। কীভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।