আজ করোনায় মৃত্যু শূন্য

0
63
করোনায় একজনের মৃত্যু
করোনায় একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২১৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৫৬ জন। ২১৭ জনের মধ্যে রাজধানীতেই ১৮৩ জন শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৬ শতাংশ। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৩ জনে।

নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

রবিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১৭ জন এবং নারী ১০ হাজার ৬০৬ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৮৯ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।