এশিয়া কাপের সময়সূচি

0
95
এশিয়া কাপের সময়সূচি এশিয়া কাপের সময়সূচি
এশিয়া কাপের সময়সূচি

আগামী ২৭ আগস্ট, শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে শুরু হবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এরই মধ্যে প্রকাশিত হলো বাছাইপর্ব শেষে এশিয়া কাপের সময়সূচি।

সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে এবারের আসর।

আসরে অংশ নিচ্ছে এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে একটি সহযোগী দেশ। বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সিঙ্গাপুরকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং।

গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রপ পর্ব শেষে সেরা ৪টি দল উঠবে সুপার ফোরে। এখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

এক  ঝলকে দেখে নিন এশিয়া কাপের সূচি
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।