আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

0
83
আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

আবারও করোনায় আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাত ১১টা ২৫ নাগাদ ভারতীয় এই মেগাস্টার একটি টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি টুইটে লিখেছেন, গত কদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তারা পরীক্ষা করিয়ে নেবেন দয়া করে, কারণ আমি কোভিড পজিটিভ হয়েছি।

উল্লেখযোগ্য, অমিতাভ এনিয়ে দুবার কোভিড আক্রান্ত হলেন। প্রথমবার ২০২০ সালে তিনি আক্রান্ত হয়েছিলেন। সেই সময় শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। একই সময়ে আক্রান্ত হন অভিষেক বচ্চন। তিনিও বাবার সঙ্গে হাসপাতালে ভর্তি হন। অমিতাভ বচ্চন এখন ব্যস্ত আছেন কৌন বনেগা ক্রোড় পতির শুটিং নিয়ে। সেই শুটিংও আপাতত বাতিল করা হয়েছে।