স্বর্ণের দাম বাড়ল

0
80
বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি
বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা।

এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির নতুন দাম ৫৬ হাজার ২২০ টাকা। আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বাজারে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এ তথ্য জানায়।

এর আগে গত বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। অর্থাৎ মাত্র তিন দিন সোনার দর কম থাকার পর আবার বাড়ানো হলো। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনার দর ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

২১ ক্যারেট সোনার দর ছিল ৭৮ হাজার ৩২৩ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দর ছিল ৬৭ হাজার ১২৬ টাকা ও সনাতনী সোনা প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকায়। তবে নতুন দরে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে।