পুলিশ হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু

0
61
পুলিশ হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু
পুলিশ হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু

হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে থাকা সুমন শেখ নামে এক আসামির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।

শনিবার (২০ আগস্ট) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ বলছে, সুমন হাজতখানার ভেন্টিলেটরের লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আত্মহননের দৃশ্য স্পষ্ট। তবে স্বজনের অভিযোগ, সুমনকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করছে পুলিশ।

সুমনের মৃত্যুর ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী গতকাল সন্ধ্যায় হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন। হাজতখানায় আসামির আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাতে থানায় দায়িত্ব পালন করা এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়াকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।