হ্যারি পটার এর লেখিকা জে কে রাওলিং প্রাণনাশের হুমকি পেয়েছেন। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন রাওলিং।
রুশদির ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন রাওলিং। তার পরই মীর আসিফ আজিজ নামে এক টুইটার ব্যবহারকারী তাকে প্রাণনাশের হুমকি দেন।
টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এ ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একইসঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তার টুইটের জবাবে এক ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’ যে টুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।
খবরঃ টাইমস অব ইসরাইল