
আজ কেমন যাবে দিনটি। এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল।
মেষ ( মার্চ ২১ – এপ্রিল ২০)
অর্থ ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা, অনীহা বাড়তে পারে।
বৃষ ( এপ্রিল ২১ – মে ২০)
বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় মন্দা বাড়তে পারে।
মিথুন ( মে ২১ – জুন ২১)
গঠন মূলক কাজে উন্নতির সম্ভাবনা। তবে বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে।
কর্কট ( জুন ২২ – জুলাই ২২)
উপহার পেতে পারেন। বিবাহের কথা বার্তা বন্ধ রাখা দারকার।
সিংহ ( জুলাই ২৩ – আগস্ট ২৩)
মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে।
কন্যা ( আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
ধর্ম আগ্রহ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর আসতে পারে।
তুলা ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
অফিসে জটিলতা দেখা দিতে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিবাহের ব্যাপারে আনন্দ আসতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে।
বৃশ্চিক ( অক্টোবর ২৪ – নভেম্বর ২২)
পেটের সমস্যা হওয়ার আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।
ধনু ( নভেম্বর ২৩- ডিসেম্বর ২১)
আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। বুদ্ধির ভুলে সমস্যা।
মকর ( ডিসেম্বর ২২ – জানুয়ারি ২১)
শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনও নামী জায়গায় কাজের যোগাযোগ।
কুম্ভ ( জানুয়ারি ২২- ফেব্রুয়ারি ১৯)
সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা করুন। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি।
মীন ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০)
মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে।