বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

0
55
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় ২০ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের উজিরপুরে ঢাকা-মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় ঘটনাটি ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। নিহতদের সবার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী উপজেলায়। লাশগুলো উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মাইক্রোবাসটির চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই চারজন নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল।