বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত

0
60
প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ
প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।’

নিহতদের মধ্যে তাৎক্ষণিক তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক সোহাগ (২৪), যাত্রী বাকেরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের আমির হোসেন চৌধুরী (৬০) ও ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫)। নিহত অপরজন এক নারী। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এসব তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্র সৈকত থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বরিশাল নগরের দিকে যাচ্ছিল। বাকেরগঞ্জ উপজেলা অতিক্রম করার সময় বিপরীতমুখীগামী অটোরিকশাকে মুখোমুখি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।

বিআরটিসির বরিশাল ডিপো ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি বিআরটিসির কেন্দ্রীয় দপ্তর থেকে ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটির চালকও বিআরটিসির নয়।’ ঢাকায় অবস্থান করায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বাসের চালক ও তার সহকারী দুঘটনার পর বাস রেখে পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।