ঐতিহ্যবাহী পুরান ঢাকার দুটি ভবনের মাঝে নিচতলায় বিস্ফোরণের ঘটে। ঘটনাটি ঘটেছে বংশালের ৫৬ নম্বর আগা সাদেক রোডে। এতে তিনটি দেয়াল আংশিক ধসে পড়ে।
আজ শনিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে খবর পাওয়া যায়। এরপর ফায়ারের প্রথম ইউনিট পৌঁছায় পৌনে ৫টায়। তিনটি ইউনিট কাজ করে। আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজনকে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।