নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বিহারী কলোনীর বাসিন্দাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ সোমবার ভোরে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দফায় দফায় চলে বেলা ১১টা পর্যন্ত।
তিনি জানান, সকালে বিহারী কলোনির লোকজন সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ারশেল ও শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ আনন্ত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।
এ ঘটনায় শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করা হয়।
রোববার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত আদমজীর সুমিলপাড়া বিহারি কলোনিতে অভিযান চালিয় পুলিশ। এ সময় গণহারে গ্রেপ্তার চালানো হয় বলে অভিযোগ বিহারিদের। কলোনির বাসিন্দারা বলছেন, এ সময় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকেই নিরীহ।
তবে সিদ্ধিরগঞ্জ থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত জামিল বলেন, ভোররাতে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ৩১ জনকে আদালতে পাঠানো হয়েছে।