ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা

0
40
ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা
ফের সুনামগঞ্জে বন্যার শঙ্কা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন দেশে ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ৯টার দিকে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কূল উপচে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। এতে নদী তীরের বাসিন্দারা দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন।

এদিকে সোমবার সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সড়কে পানি উঠে গেছে।