হাসপাতালে স্বজনদের আহাজারি

0
70
হাসপাতালে স্বজনদের আহাজারি
হাসপাতালে স্বজনদের আহাজারি

স্বজনহারাদের আহাজারি আর আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিবেশ। শত শত স্বজনদের ভিড়ে চিকিৎকসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রোববার দিনভর ছিল এই চিত্র।

বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম ও ঢাকার ছয়টি হাসপাতালে ভর্তি আছেন ১১০ জন। এর মধ্যে চট্টগ্রামের পাঁচটি হাসপাতালে ভর্তি আছেন ৯৬ জন। বাকি ১৪ জন ভর্তি আছেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রোববার দুপুরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর এ পর্যন্ত আনুমানিক ২০০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে (ফায়ার সার্ভিসের সদস্য) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। আইসিইউতে চারজন চিকিৎসাধীন ব্যক্তির মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেলে এবং অন্য দুজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। আহত সাত-আটজন পুলিশ সদস্য নগরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।