ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ কেবল বর্বরতামূলক কর্মকাণ্ডই নয়, এটি কাপুরুষোচিত কাজও বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ইউক্রেনকে নতুন করে আর্থিক সাহায্য দেওয়ার ওপর প্রতিনিধি পরিষদে ভোটের আগে পেলোসি বলেন, একজন কাপুরুষ ছাড়া কে আছেন যে যুদ্ধে যাচ্ছে ভাব নিয়ে একটি প্রসূতি হাসপাতালে বোমা হামলা করে? একজন কাপুরুষ ছাড়া কে আর তার সেনাদের শিশুদের বা তাদের বাবা-মাকে একে অপরের সামনে ধর্ষণের মতো বর্বরতার জন্য পাঠাবে? একজন কাপুরুষ ছাড়া কে আর আছে যে শিশুদের ট্রেনে করে রাশিয়ায় নিয়ে যাবে।
বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনের দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
পেলোসি আরও বলেন, আমাদের সবার খুব গর্ব করা উচিত যে, যখন পুতিন একটি কাপুরুরষোচিত নিষ্ঠুর এবং বর্বরতার সিদ্ধান্ত নিলেন, আমরা ছিলাম তাদের (হামলার শিকার মানুষদের) সাহায্য করার। এটা গণতন্ত্র বনাম স্বৈরাচার সম্পর্কিত বিষয়। অবশ্যই গণতন্ত্র জয়ী হবে।