ঈদের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত ৩৩৮৯ জন

0
134
ঈদের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত ৩৩৮৯ জন
ঈদের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত ৩৩৮৯ জন

ঈদের ছুটিতে মে মাসের ঈদের দিন থেকে পরবর্তী সাতদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৮৯ জন।

বৃহস্পমঙ্গলবার (১০ মে) আইসিডিডিআর,বি এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত পহেলা মে ৬৩১ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন, ৫ মে ৫৪৭ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরপর ৬ মে ৪৫৭ জন, ৭ মে ৪৭২ জন, ৮ মে ৪৩৮, ৯ মে ৪০৫ জন, এবং ১০ মে সকাল ৭টা পর্যন্ত ৫৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৩ মে থেকে ৯ মে পর্যন্ত (৭ দিন) হাসপাতালটিতে মোট ৩ হাজার ৩৮৯ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।