গীতিকার কে জি মোস্তফা আর নেই

0
65
গীতিকার কে জি মোস্তফা
গীতিকার কে জি মোস্তফা আর নেই

‘তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ , ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এর জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। 

রোববার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর আজিমপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গীতিকার হিসেবেই কে জি মোস্তফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। তিনি জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য।

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে। এরপর বেশ কিছু সংবাদপত্রে কাজ করেছেন তিনি।

১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মোস্তফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। তার গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন।