দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

0
75
দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিদ্বন্দ্বী মেরি লে পেনকে পরাজিত করে  আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। রোববারের (২৪ এপ্রিল) দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ভোটের পর বুথফেরত জরিপ বলছে, শতকরা ৫৮.৬ ভাগ ভোট পাচ্ছেন ম্যাক্রো। বিপরীতে মেরিন লা পেন পাচ্ছেন মাত্র ৪১.৪ শতাংশ।

স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় ভোটাভুটি শেষ হওয়ার পরপরই টিভি চ্যানেল ও অন্যান্য সংবাদমাধ্যমে ম্যাক্রোঁকে বড় ব্যাবধানে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের আইফেল টাওয়ারের পাদদেশে একটি পার্কের বিশাল স্ক্রিনে ভোটের ফল ভেসে উঠতেই উল্লাসে ফেটে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সমর্থকরা।

তারা ফ্রান্স এবং ইইউ পতাকা উড়িয়ে একে অপরকে আলিঙ্গন করে ম্যাক্রোঁ, ম্যাক্রোঁ ধ্বনিতে আনন্দ প্রকাশ করেছেন। ওদিকে, উল্টো চিত্র দেখা গেছে ল্য পেনের শিবিরে।

ল্য পেন তার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তার নামে স্লোগান দেওয়া সমর্থকদের উদ্দেশে ভাষণও দিয়েছেন তিনি।

ল্য পেন বলেন, নির্বাচনের ফলে যেটুকু ভোট পেয়েছেন সেটি এখনও তার দলের জন্য এক বিজয়। ব্যালট বক্সে যে রায় এসেছে তার প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।