শিশু তাসপিয়া হত্যায় রিমনসহ ৫ আসামি গ্রেপ্তার

0
68
শিশু তাসপিয়া হত্যায় রিমনসহ ৫ আসামি গ্রেপ্তার
শিশু তাসপিয়া হত্যায় রিমনসহ ৫ আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে বাবার কোলে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু তাসপিয়া হত্যার মামলার প্রধান আসামি রিমনসহ(২৩) আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১১।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হলেন- মামলার প্রধান আসামি হাজিপুরের লক্ষ্ণীনারায়ণপুর গ্রামের মোমিন উল্যাহর ছেলে রিমন (২৩), ৩নং আসামি একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মহিন (২৫), ৪নং আসামি শাহাব উল্যাহর ছেলে আকবর হোসেন (২৫), ৫নং আসামি আবদুর রশিদ কেতনার ছেলে সুজন (২৮) এবং ১০নং আসামি লতিফপুর গ্রামের শফিকুল ইসলাম মারির ছেলে নাঈম (২৩)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চর জব্বর থানার চরক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে চরক্লার্ক এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আসামিরা। এ সময় শিশু তাসপিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শুটার মো. রিমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও বলেন, এ বিষয়ে বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বর্তমানে আসামিরা আমাদের হেফাজতে রয়েছেন।