রাজধানীর নিউমার্কেট শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ চলছে

0
92
রাজধানী নিউ মার্কেট সংঘর্ষের দুই মামলায় ১২০০ আসামি
রাজধানী নিউ মার্কেট সংঘর্ষের দুই মামলায় ১২০০ আসামি

রাজধানীর নীলক্ষেতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষের জের ধরে রাজধানীর নীলক্ষেত থেকে সাইন্সল্যাব মোড় পর্যন্ত আবারও অবরোধ করা হয়েছে।

সকাল সাড়ে দশটার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরনের আওয়াজও পাওয়া গেছে।

মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেওয়া ওই ঘোষণায় উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’