রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ

0
71
রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ
রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ

আজ বৃহস্পতিবার রণবীর কাপুর বিয়ে করছেন আলিয়া ভাটকে। দুই নায়ক নায়িকার বিয়ে ঘিরে যাবতীয় গুঞ্জনের অবসান হল রণবীর এর মা নিতু সিং এবং বোন ঋদ্ধমা কাপুর সাহানির ঘোষণায়।

দুজনেই জানিয়েছেন, রণবীর কাপুর-আলিয়ার বিয়ে আজ, বৃহস্পতিবারই। মুম্বাই এর কাপুর ভিলা আলোর রোশনাইতে সেজে উঠেছে বুধবার মেহেন্দি হয়ে গেছে রণবীর এর ব্যাচেলরস পার্টিতে কারা উপস্থিত ছিলেন জানেন? সালমান খান, শাহরুখ খানরা। হলদি থেকে তো হাজির আছেন সেলিব্রিটি কাপল রণবীর সিং-দীপিকা পাড়ুকোন।

বিয়ের অনুষ্ঠানটি নিছকই পারিবারিক হচ্ছে। রণবীর এর দিক থেকে উপস্থিত থাকবেন কাপুর খানদানের জীবিতরা। জ্যাঠা রণধীর কাপুর সুস্থ থাকলে তিনি সাম্প্রদান করবেন।

উপস্থিত থাকবেন আলিয়ার বাবা মা মহেশ ভাট, সোনি রাজদান, দিদি পূজা ভাট। বর আসবে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। বর কনে দুজনেই পেপসি অর্থাৎ সব্যসাচী মুখোপাধ্যায় এর ডিজাইন করা ড্রেস পরবেন। আলিয়ার লাল রঙের লেহেঙ্গা আর রণবীরের শেরওয়ানি চোস্ত। রিসেপশন পরে কোনো দিন হবে। নিতু সিং এর ইচ্ছায় পুরো ব্যাপারটি পারিবারিক রাখা হচ্ছে।