সম্রাটের চার্জ শুনানির তারিখ পিছিয়ে ১৩ এপ্রিল

0
56
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
বিদেশ যেতে পারবেন সম্রাট

মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে ১৩ এপ্রিল ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির জন্য দিন ঠিক ছিল। কিন্তু এদিন আসামি সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য বিচারক চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ এপ্রিল ঠিক করেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সম্রাট অসুস্থ থাকায় আদালতে চার্জ গঠন হয়নি। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল তারিখ ঠিক করেছেন।’

গত ২২ মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আদালতে সম্রাটের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করে চার্জ গঠন করে বিচারের জন্য মামলাটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন।