ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

0
61
ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় খালাস পেয়েছে একজন। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ২ আসামি শফিউর রহমান ফারাবী ও আবুল খায়ের রশীদ আহমেদকে আদালতে হাজির করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)। খালাস পেয়েছেন বিতর্কিত ব্লগার সাফিউর রহমান ফারাবী।

এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন, মামলার অন্যতম আসামি শফিউর রহমান ফারাবী ও কারাবন্দি থাকা অবস্থায় মারা যাওয়া মান্নান এহিয়া ওরফে মান্নান রাহী।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী ও নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর বলেন, মামলার রায়ে আমরা খুশি। আমাদের এখন চাওয়া একটাই উচ্চ আদালতে মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে রায় কার্যকর করা।