সানি লিওনির সঙ্গে যারা যারা এসেছিলেন

0
58
সানি লিওনির সঙ্গে যারা যারা এসেছিলেন
সানি লিওনির সঙ্গে যারা যারা এসেছিলেন

শনিবার (১২ মার্চ) ঢাকায় এসেছেন বলিউডের সানি লিওনির এমন খবরে ফেটে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে ঢাকায় ১৫ ঘণ্টা অবস্থান করেন বলিউডের এই আলোচিত অভিনেত্রী।

তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সানি লিওনির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারসহসহ বলিউডের নারগিস ফাখরি ও কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা এসেছিলেন।

এছাড়াও কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, অভিনেতা যশ দাশগুপ্ত এসেছিলেন এই অনুষ্ঠানে।

জানা যায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন তারা। এরপর কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ১০০ ফিট এলাকার একটি কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন তারা।

তাপস-মুন্নীর মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

জানা গেছে, একদিনের সফরে ঢাকায় আসেন তারা। আজ রোববার (১৩ মার্চ) সকালের একটি বিশেষ ফ্লাইটে ভারতে ফিরে গেছেন বলিউড ও টলিউড তারকারা।