দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ল

0
70
একদিনে ৪২ জনের করোনা শনাক্ত
একদিনে ৪২ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.৮৮ শতাংশ।

করোনা ভাইরাস নিয়ে রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। তবে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১১১ জন। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।