ভারতের অগ্নিকাণ্ডে বাংলাদেশি নারীর মৃত্যু

0
53
ভারতের অগ্নিকাণ্ডে বাংলাদেশি নারীর মৃত্যু
ভারতের অগ্নিকাণ্ডে বাংলাদেশি নারীর মৃত্যু

ভারতে কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এ সময় ধোঁয়ায় আরও এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) ভোরে কলকাতার ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ফায়ারের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলোতে। ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সামিমাতুল আরস নামে এক বাংলাদেশি বৃদ্ধা মারা গেছে। বছর পঁয়ত্রিশের মইনুল হক নামে আরও এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও মেহাতাব আলম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।