
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রথম দুই সপ্তাহে রাশিয়ার ৬ হাজার সৈন্য নিহত, দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের এ সংখ্যাকে অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। খবর সিবিএস নিউজ।
এদিকে ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার নিহত সৈন্যের সংখ্যা ১২ হাজারেরও বেশি। যদিও রাশিয়ার এর আগে মাত্র ৫০০ সৈন্যের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে।
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার এক মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ কারকিভের যুদ্ধে নিহত হয়েছেন। তবে তার নিহত হওয়ার কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার ৬ হাজার সৈন্য নিহত: যুক্তরাষ্ট্র
ইউএনএইচসিআর বলেছে, রোববার (৬ মার্চ) পর্যন্ত মলদোভা ও রোমানিয়া ৮২ হাজারের বেশি করে শরণার্থী গ্রহণ করেছে। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে আসা ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে ইউরোপের অন্যান্য দেশে চলে গেছেন।
এর আগে গ্রান্ডি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দ্রুততম ক্রমবর্ধমান শরণার্থী সংকটে জ্বালানি জোগাচ্ছে ইউক্রেন যুদ্ধ। মলদোভা, পোলান্ড এবং রোমানিয়া সফর শেষে মঙ্গলবার (৮ মার্চ) নরওয়ের অসলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা থামছে না।
জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দেশটি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে প্রায় ১২ লাখ প্রতিবেশী পোল্যান্ডে গিয়ে উঠেছে। আর বাকিরা অন্য প্রতিবেশী দেশ হাঙ্গেরি, মলদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে।