রাজধানীতে যানজট পরিস্থিতি ভয়াবহ

0
64
রাজধানীতে যানজট পরিস্থিতি ভয়াবহ
রাজধানীতে যানজট পরিস্থিতি ভয়াবহ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে রাজধানীর রাস্তাগুলোতে গত কয়েকদিন ধরে যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর স্থানে স্থানে যানজট নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে।

বুধবার (৯ মার্চ) সকাল আটটায় রাজধানীর মিরপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে যেতে যানজট চোখে পড়ল বিভিন্ন স্থানে। তার মধ্যে তীব্র যানজট ছিল মৌচাক-মালিবাগ উড়ালসেতুর মগবাজার অংশ থেকে বেইলী রোডের দিকে যাওয়ার পথে।

রাজধানীতে যানজট পরিস্থিতি ভয়াবহ

মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে যানজট চোখে পড়ে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, বিজয় সরণি, খামারবাড়ি, ফার্মগেট, সাতরাস্তার বিভিন্ন অংশে।