পবিত্র ওমরাহ পালনের বিধিনিষেধ আর থাকছে না। আগের মতো একটি ওমরাহ পালন শেষে আরেকটি জন্য আয়েশা মসজিদ অথবা মক্কার বাইরে মিকাত সীমান্ত থেকে ইহরাম বেঁধে পুনরায় পবিত্র ওমরাহ পালন করা যাবে। তবে পরবর্তী ওমরাহ পালনের জন্য ইতেমারনা অথবা তাওক্কালনা অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে।
এর আগে একটি ওমরাহ পালনের ১০ দিন পর আরেকটি পালনের অনুমতি দিয়েছিল সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
পবিত্র মক্কা-মদিনায় তুলে নেওয়া হয়েছে সামাজিক দূরত্বের জন্য ব্যাবহৃত চিহ্ন। মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন।
দীর্ঘ দুই বছর পর পবিত্র মসজিদুল হারামের ইমামের কণ্ঠে ফিরে আসল পুরনো কথাগুলো। শায়খ জুহানি উচ্চারণ করলেন, কাতার সোজা করুন। সামনের কাতার পূরণ করুন। গায়ে গায়ে লেগে দাঁড়ান। শয়তানের জন্য মাঝখানের জায়গা ফাঁকা রাখবেন না।
করোনা মহামারির আগে যেভাবে ইমাম নামাজের নিয়ত করার পূর্বে মুসল্লিদের উদ্দেশে যে নির্দেশনাগুলো দিতেন, সেগুলো পুনরায় চালু হয়েছে।