চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।
নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিকআপ ভ্যানটি জব্দ করা সম্ভভ হয়নি। গাড়িটি নম্বর প্লেটবিহীন ছিল। মরদেহগুলো খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।