বিয়ে না করেই, মা হচ্ছেন পপ গায়িকা রিহানা

0
57
বিয়ে না করেই, মা হচ্ছেন পপ গায়িকা রিহানা
বিয়ে না করেই, মা হচ্ছেন পপ গায়িকা রিহানা

হলিউডের তুমুল জনপ্রিয় পপ গায়িকা রিহানা। ৩৩ বছর বয়সী এই সংগীত তারকা এখনও বিয়ে করেননি। কিন্তু টুইটার পোস্টের মাধ্যমে জানা গেল তিনি মা হতে চলেছেন। সেই ছবিতে তার বেবিবাম্প স্পষ্ট। খোলামেলা পোশাকে সেই চিহ্ন দেখালের তিনি। নিউ ইয়র্কের প্রবল ঠান্ডা বাধা হয়ে দাড়ায়নি সেখানে।

কিন্তু রিহানার পেটে এ কার সন্তান? এই মার্কিন গায়িকা বিয়ে না করলেও বহুদিন ধরে লিভ ইন করছেন সহকর্মী গায়ক এসাপ রকির সঙ্গে। রিহানার পেটের সন্তান সেই ভালোবাসারই ফসল।

এসাপ ও রিহানার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। কেতাদুরস্ত রিহানা গোলাপি রঙের একটি ওভারকোট পরে রয়েছেন। তার পেটের অংশ অনাবৃত। নীচে হালকা নীল রঙের জিনস।

এর আগে একাধিক সাক্ষাৎকারে রিহানা মা হওয়ার বাসনার কথা জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আগামী ১০ বছরে তিনি সন্তান ধারণের কথা ভাবছেন কিনা। ৩৩ বছরের রিহানার উত্তর ছিল, ‘১০ বছর! তত দিনে আমি ৪০ পেরিয়ে যাব। তার আগেই আমি মা হব।’

কাজেই, এ কথা স্পষ্ট যে, গায়িকার মা হওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। এরপর নতুন প্রেমিক এবং সহকর্মী এসাপের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতেই সন্তান আনার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তারা।