আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা

0
44
আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা
আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা

আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা, বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আমার মনে কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু আমি নৌকার পক্ষে নির্বাচন করেছি। আমি আশা করব নৌকা নারায়ণগঞ্জে বড় ব্যবধানে জিতবে এবং নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, যুদ্ধের ময়দানে সেনাপ্রধান যেভাবে নির্দেশ দেবেন সোলজার সেভাবেই যুদ্ধ করবে।  শেখ হাসিনা আমার নেত্রী, উনি আমার জাতির পিতার কন্যা, তিনি যদি বিষ খেয়ে নীলকণ্ঠী হতে পারেন আমারও হওয়া উচিত।  আমি তো জাতির পিতার সন্তান না।  উনার মতো এতো কষ্ট সহ্য করার ক্ষমতা তো আমার নাই।  এ কারণে হয়তো অনেক কথা বলে ফেলি যে কষ্ট পেয়েছি।  আমি শুধু একটি কথাই বলব, যারা কষ্ট দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন।  তাদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করেন।

তিনি আরও বলেন, আমি নৌকার নির্বাচন করেছি। অন্য কারো ভোট করিনি। হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে।  আমার প্রধানমন্ত্রী ৫ বছর আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, শামীম আমি নীলকণ্ঠী, আমি বিষ খেয়ে হজম করি। আমারও নীলকণ্ঠী হওয়া উচিত।