নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ শনাক্ত

0
46
নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ শনাক্ত
নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ শনাক্ত

সাইপ্রাসে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে। সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন’ নাম দিয়েছেন।

Leondios Kostrikis নামে University of Cyprus-এ অধ্যাপক এবং চিকিৎক এই নতুন সংক্রমণটির বিষয়ে আলোকপাত করেছেন। বলেছেন, এর মধ্যে ওমিক্রন এবং ডেল্টা— দু’টি রূপেরই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাইপ্রাসে ২৫ জনের শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নতুন সংক্রমণটি কত দূর বিপজ্জনক এবং কতটা ছড়াচ্ছে, তার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন Leondios Kostrikis।

তবে হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের মধ্যে এটি বেশি ছড়াচ্ছে বলে জানানো হয়েছে। জীবাণুটির নমুনা GISAID-তে পাঠানো হয়েছে। সেখানে এর জিনম সিকোয়েন্সিং করা হবে। এখনও পর্যন্ত বোঝা যায়নি, এটা করোনার নতুন রূপ, নাকি ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণ। ‘ডেল্টাক্রন’ নামকরণটিও স্বীকৃত নয়। নতুন রূপ কি না পরীক্ষা করার পরে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এর মধ্যেই সংক্রামক রোগ বিশেষজ্ঞ টম পিকক বলেছেন, ওমিক্রনের পরেই এত দ্রুত আরও একটি ভ্যারিয়েন্টের আসার কথা নয়। হতে পারে, এটি দু’টি রূপের মিশ্রণ। যেমন ভাবে আগে ‘ডেলমিক্রন’-এর কথা বলা হয়েছিল। তেমনই হতে পারে এই ‘ডেল্টাক্রন’।

তবে সব প্রশ্নের উত্তর পেতে কিছুটা সময় লাগবে। GISAID থেকে রিপোর্ট পাওয়া গেলে এই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে।