ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন পুতিন

0
39
ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন পুতিন
ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন পুতিন

নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সাধারণত কথা বলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার ‘রাশিয়া: নিউ হিস্টরি’ নামের এক ডকুমেন্টারিতে নিজের কথা বলেছেন তিনি।

রোববার (১২ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিতে তার এই মন্তব্য ছাপা হয়েছে।

সাবেক সোভিয়েত সরকারের নিরাপত্তা সংস্থা কেজিবির একজন গোয়েন্দা ছিলেন পুতিন। এর আগে সোভিয়েত ইউনিয়নের পতনের ঘটনায় খেদ ব্যক্ত করতে দেখা গেছে তাকে। তিনি বলেন, তিন দশক আগের ওই খণ্ড-বিখণ্ডতাকে এখনো অধিকাংশ মানুষ মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচনা করছেন।

পুতিন বরেন, সর্বপরি, সোভিয়েত ইউনিয়নের কী পতন হয়েছে? এটি সোভিয়েত ইউনিয়ন নামের অধীন এক ঐতিহাসিক রাশিয়ার পতন ঘটেছে।

রাশিয়ার এই বর্তমান নেতা ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন অনুগত সেবক। যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়, তখন তিনি হতাশ হয়ে পড়েন। একসময় এই পতনকে বিশ শতকের ভূরাজনীতির সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যায়িত করেন।

সাবেক সোভিয়েত দেশগুলোতে পশ্চিমা সামরিক সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পুতিন খুবই সংবেদনশীল। চলতি সপ্তাহে জর্জিয়া ও ইউক্রেনে প্রবেশের ২০০৮ সালের ন্যাটোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিলের দাবি জানিয়েছে রাশিয়া।

সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে রাশিয়ায় তীব্র অর্থনৈতিক অস্থিতিশীলতা নেমে আসে। এতে অনেক মানুষ দরিদ্রের কবলে পড়ে যান। নতুন স্বাধীন রাশিয়া কমিউনিজম থেকে পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়ে।

পুতিন বলেন, নিজের আয় বাড়াতে মাঝে মাঝে তাকে ট্যাক্সি চালাতে হয়েছে। কখনো কখনো তাকে বেশি অর্থ আয় করতে হতো। যে কারণে তাকে ট্যাক্সি চালক হতে হয়েছে। এ নিয়ে কথা বলায় অস্বস্তি থাকলেও ঘটনা তো তা-ই ছিল।