কপিরাইট আইনে জেমস-মাইলসের মামলা

0
42
কপিরাইট আইনে জেমস-মাইলসের মামলা
কপিরাইট আইনে জেমস-মাইলসের মামলা

জেমস ও মাইলসের অনুমতি ছাড়া আটটি গান ১৪ বছর ধরে ওয়েলকামটিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে একটি মোবাইল কোম্পানির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটি করেছেন নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস।

বুধবার (১০ নভেম্বর) বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের মামলার জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আবেদন করেন এই রকস্টার। 

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।