নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

0
38
নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা
নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে সড়ক অবরোধ করেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী।

হঠাৎ নীলক্ষেত মোড় অবরোধের ফলে মুহূর্তের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের উভয় পাশ এবং আজিমপুর থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। বাস আটকা পড়ায় যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন।

আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আল আমিন বলেন,  ‘২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের পরীক্ষায় এক-দুটি বিষয়ে গণহারে ফেল দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, আমাদের পুনরায় বিশেষ পরীক্ষা নেওয়া হোক। সমন্বয়ক স্যার আমাদের আশ্বাস দিলেও, সে আশা পূরণে কালক্ষেপণ করে যাচ্ছেন। আমাদের দাবি, বিশেষ পরীক্ষা নিয়ে আমাদের সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ করে দিক। সেই পরীক্ষা অবশ্যই আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হতে হবে।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম. কাইয়ুম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যার কথাও শুনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাত কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এই মুহূর্তে বিশেষ পরীক্ষার ঘোষণা ছাড়া তারা ঘরে ফিরবেন না।