মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ঘাটাইলে। সোমবার সকাল ১০ টায় উপজেলার ঘাটাইল সাগরদীঘী রাস্তার সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহাজালালের ছেলে আবুবক্কর (১৫), মৃত ছমির উদ্দিনের ছেলে সিয়াম (১৪), রমজান আলীর ছেলে শরিফ (১৩)। তারা তিনজনই ধলাপাড়া বড়মেধার (ঝাইপাটা) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়েসিস ক্যাডেট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ধলাপাড়া থেকে শহর গোপিনপুর যাওয়ার পথে সরিষাআটা মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শরিফ ও আবুবক্কর নিহত হন। গুরুতর আহত সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।